Description
ভারতবর্ষের পারমার্থিক বিজ্ঞানের মুকুটমণিস্বরূপ এই শ্রীমদ্ভগবদগীতা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে খ্যাতিলাভ করেছে। আত্মােপলব্ধির পথপ্রদর্শকরূপ এই গীতার সাতশ। শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্ত অর্জুনকে উপদেশ প্রদান করেছিলেন। বাস্তবিকপক্ষে, মানুষের অপরিহার্য প্রকৃতি, তার পরিবেশ এবং সর্বোপরি ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধের রহস্যোদঘাটনে এই গ্রন্থটি অতুলনীয়। | বৈদিক জ্ঞানের বিদগ্ধ পণ্ডিত ও ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আগত গুরু-পরম্পরার ধারায় অধিষ্ঠিত তত্ত্বদর্শী সদগুরু। তিনি শ্রীকৃষ্ণের উপদেশ কোনভাবে বিকৃত না করে তা যথাযথভাবে পরিবেশন করেছেন, যা গীতার অন্যান্য সংস্করণ থেকে সম্পূর্ণ আলাদা। ষােলটি রঙিন চিত্র সমন্বিত এই নতুন সংস্করণটি সময়ােপযােগী শিক্ষাদান। করে নিঃসন্দেহে যে কোন পাঠককে জ্ঞানের আলােকে উদ্ভাসিত করবে।
The largest-selling edition of the Gita in the Western world, Bhagavad-Gita as It Is, is more than a book. For many it has changed their lives altogether. Universally Bhagavad-Gita is renowned and truly claimed as the crown jewel of India’s spiritual wisdom. Spoken by Lord Krishna the Supreme Personality of Godhead to His intimate disciple Arjuna, the Gita’s seven hundred concise verses provides a definitive guide to the science of self realization.
Reviews
There are no reviews yet.